নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০১৫ উপলক্ষে অাজ ১৬ডিসেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পৃথক পৃথক স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
পঞ্চসার ইউনিয়ন যুবলীগের অায়োজনে দয়ালবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্কালে সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক অাজম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, সরদার রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, ছাত্রলীগ নেতা অাপন দাস প্রমুখ।
পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান এর সভাপতিত্বে ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাসের সঞ্চালনায় সভায় অারও বক্তব্য রাখেন, সদর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ছাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, বঙ্গবন্ধু শিশু কিশোর লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান প্রমুখ ব্যাক্তিবর্গ।
অপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অায়োজন করা হয় মুক্তারপুর ব্রীজের অপর অংশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস। কিন্তু তিনি চোখের চিকিৎসার কারনে ভারতে থাকায় উপস্থিত হতে পারেননি।
এরপরেও ভারত থেকে টেলিফোনে তিনি প্রধান অতিথি’র বক্তব্য দেন।
এই অনুষ্ঠানটি অায়োজন করে মোটরচালক লীগ।
এডভোকেট মৃণাল কান্তি দাসের অনুপস্থিতে এখানেও তার অনুসারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।