মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির। পঞ্চসারের চেয়ারম্যান বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া গোলাম মোস্তফার হাত ধরে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। কিন্তু তাতেও তার অপকর্ম থামেনি।
একসময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী হুমায়ুনের আতঙ্কে দিন কাটাতো ডিঙ্গাভাঙ্গার সাধারণ মানুষ। ২০-২৫ বৎসর আগে পঞ্চসারের তেলিরবিল এলাকায় গরু চুড়ির মাধ্যমে প্রথম আলোচনায় আসেন হুমায়ুন। এরপর পারবারিক ঝগড়ার জেরে নিজের বোনের জামাইয়ের ছোট ভাইয়ের স্ত্রী’র গর্ভের সন্তান মারধর করে নষ্ট করে ফেলে হুমায়ুন।
ডিঙ্গাভাঙ্গা এলাকার হাশেম মন্ডলের ছেলে হুমায়ুন (৩৮) বর্তমানেও নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছেন। বর্তমানে তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এই এলাকার সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিঙ্গাভাঙ্গা এলাকার এক নারী ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘হুমায়ুন এর অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রভাবশালীদের ছত্রছায়ায় সে একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছে। থানা-পুলিশও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না’