মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘বাজেট বৃদ্ধি পেয়েছে একমাত্র শেখ হাসিনার কারনেই’- বাজেটের উপর বক্তৃতা করতে গিয়ে জাতীয় সংসদে এ মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব।
বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনের উপর প্রায় ৩ মিনিট বক্তব্য দেন তিনি।
বক্তৃতার শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করেন।
এসময় সংসদ সদস্য ফয়সাল বিপ্লব বলেন, ‘প্রায় সাড়ে ৩ যুগ আগে বাংলা মাতৃকার পূন্যভূমিকে ধন্য করে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিলেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন রক্ষার্থে, ৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশ যে অন্ধকারের অতল গহবরে হারিয়ে যাচ্ছিলো সেখান থেকে জাতিকে উদ্ধারের জন্যে। সেদিন কাঁদছিলেন নেত্রী, কাঁদছিলেন বাঙালি জাতি, কাঁদছিলো বাংলার প্রকৃতি। বৃষ্টি আল্লাহর রহমত স্বরুপ, জননেত্রী শেখ হাসিনা রহমত স্বরুপ এই বাংলার মাটিতে যে পা রেখেছিলেন তার জলজ্যান্ত প্রমাণ আজকের এই বাংলাদেশ। আমাদের প্রিয় মাতৃভূমি।’
এমপি বিপ্লব বলেন, ‘আজ থেকে অর্ধশত বছর আগে যে বাজেট জাতির জনক ঘোষণা করেছিলেন তার সংখ্যা ছিলো ৭৮৬। আমাদের জন্য একটি পবিত্রতম সংখ্যা। যা মহান রবের নামে শুরু করছি এই কথাটিরই সংখ্যাত্মক প্রকাশ মাত্র। এই ৫০ বছরে যে বাজেট এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তা শুধুমাত্রই আজকের এই বাংলার ভাগ্যাকাশের একমাত্র ধ্রুবতারা জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে।’