আগামী ২৮ মে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের সাবেক সদর থানা বিএনপির সভাপতি ও সাবেক বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শীর্ষ বিএনপি নেতা হয়েও তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করায় এলাকার বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, “বিষয়টা আসলে নিন্দনীয়, তার মত ত্যাগী বিএনপি নেতা স্বতন্ত্র থেকে নির্বাচন করে লিয়াজু করে দলের ভাবমুর্তি নষ্ট করছে, বিএনপির এই দুর্দিনে তার মত কান্ডারীর হাল ছেড়ে দেয়া মোটেও আশানুরুপ নয়। এমন হতে থাকলে বাংলাবাজারে বিএনপির অস্তিত্ব থাকবে না।”
অন্যদিকে আজ ১৯ মে তার ছেলে বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু সরকার কে নারী নির্যাতন মামলায় ডিবি পুলিশ আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আসন্ন ইউপি নির্বাচনে তার প্রতীদ্বন্দী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন পীর ‘নৌকা’ প্রতীক নিয়ে লড়বেন।