২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:২৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট পাওয়া যাবে যেখানে
খবরটি শেয়ার করুন:

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম এবং প্রাপ্তির স্থান ও পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান সম্পর্কে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পাঁচটি ব্রাঞ্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে। এগুলো হচ্ছে প্রগতি সরণি ব্রাঞ্চ, মিরপুর রোড ব্রাঞ্চ, শান্তিনগর ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ ও মিরপুর ব্রাঞ্চ।

এগুলোর মধ্যে শুধু মিরপুর ব্রাঞ্চেই সরাসরি টিকিট বিক্রি করা হবে। অন্য ব্রাঞ্চগুলো থেকে ইউক্যাশ-এর মাধ্যমে টিকিট কেনা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্যাশের মাধ্যমে টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর মিরপুর ব্রাঞ্চে শুক্রবার থেকে সরাসরি টিকেট কেনা যাবে।

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচের জন্য টিকিটের দাম একই থাকছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে টিকিটের দাম। এর মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর/দক্ষিণ এক হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মোস্তাক/জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা ও পূর্বাঞ্চলীয় স্ট্যান্ড ১০০ টাকা। এই দামের সঙ্গে ১৫ শতাংশ করে ভ্যাট যুক্ত হবে।

আগামী ৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওইদিন দুপুর ১টায় শুরু হবে প্রথম ম্যাচ। এরপর ৯ ও ১১ নভেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে ১৩ ও ১৫ নভেম্বর।

error: দুঃখিত!