আত্নসম্মান গিলে খাওয়া দল দালালেরা, ষড়যন্ত্র কারী, চাটুকার যত, মনুষত্য হাড়িয়ে প্রায় পাগলের মত!
সুক্ষতায় পরিষ্কার, তাদের সকলে, তিরষ্কার জানান!
অতি লোভে ভাই, ভিটে মাটি নাই…?
জমিনের মাটি স্বর্নের ঘাটি! লোভ লালসায় তারা করে চাটাচাটি।
ভিটে মাটি হারা অভুক্ত দালালেরা, লেপ্টে পুষ্টে চেটে যায় কি কিছু করা..?
দুক্ষ দুর্দশা বেদনার ঘাটি, পরের ঘারে চেপে করে ঝগড়াঝাটি..!
পাল্টাতে চান, পিছু ভুলে যান, জাগ্রত প্রানে, লালসা সরান, ভালোবেসে প্রানে স্বচ্ছতা গড়ান।