মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে খাসী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকালে বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় দক্ষিণ নাহাপাড়া যুব সমাজের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল। বিশেষ অতিথি ছিলেন, বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী।
ফাইনাল খেলায় দক্ষিণ নাহাপাড়া বনাম খেজুরতলা মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে খেজুরতলা ক্রিকেট টিম ৫ রানে জয় লাভ করে। পরে রানার্সআপ দল ও বিজয়ী দলের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মেহেদী হাসান মিশু, বদরুজ্জামান শ্যামল, সমাজসেবক আব্দুস সালাম, মীনহাজ শেখ, সৌরভ আহম্মেদ প্রমুখ।