১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দল মত নির্বিশেষে সার্বজনীন হয়ে উঠেছেন- মাহতাব উদ্দিন কল্লোল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আজ ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমার বিক্রমপুর এর প্রকাশক ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল এক বিবৃতিতে বলেছেন, ‘নানা জনবান্ধব কর্মসূচি ও উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মহানায়ক হিসেবে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে সার্বজনীন হয়ে উঠেছেন।’

তিনি বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষকে প্রচন্ড ভালোবাসতেন। তার সকল সিদ্ধান্ত আসতো হৃদয় থেকে। যা শুধুই মানুষের কল্যাণে কাজে লাগতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।’

মাহতাব উদ্দিন কল্লোল বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সারাদেশের তৃণমূল মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী অনন্য উচ্চতায় চলে গেছেন।

কল্লোল বলেন, আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে দলের দায়িত্ব নেন শেখ হাসিনা। সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন শেখ হাসিনা; যার ধারাবাহিকতায় ১৯৯০ সালে পতন ঘটে এরশাদের, জয়ী হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। ১৯৯১ সালের নির্বাচনে গঠিত সংসদে প্রধান বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের পর ১৯৯৬ সালে প্রথম দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২১ বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।এরপর তার নেতৃত্বে ২০১৪ এবং ২০১৮ সালের ভোটে জেতে আওয়ামী লীগ। এখন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি।

তিনি বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার পথরেখা তৈরি করেছেন। শেখ হাসিনা তাঁর পিতার মতোই গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

error: দুঃখিত!