৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:১৩
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মিরকাদিমে আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২০, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দি‌মে চেতনায় একাত্তর অ‌ফি‌সে বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আ‌লোচনা শে‌ষে চেতনায় একাত্তর এর সম্পাদক মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মু‌ক্তিযোদ্ধা মোঃ কামাল উ‌দ্দিন আহ‌ম্মেদের ৬৫ জন্ম‌দিন পালন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় দৈ‌নিক কাল‌বেলা প‌ত্রিকার বার্তা সম্পাদক মোঃ এম এ হা‌লিম, জাতীয় সাপ্তা‌হিক প‌ত্রিকার সম্পাদক মোঃ মাহামুদুল হাসান, মুন্সিগঞ্জ জেলা তথ্য ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক মোঃ সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ, সদর উপ‌জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শাহলম মৃধা, বি‌শিষ্ট সমাজ সেবক মোঃ রা‌কিবুল হাসান মাদবর, যুব উন্নয়ন ম‌হিলা প‌রিষ‌দের সভাপ‌তি হা‌মিদা হনু ময়না।

মানব উন্নয়ন সমজকল্যান যুব প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম জাহা‌ঙ্গীর, দৈ‌নিক কাল‌বেলার মুন্সিগঞ্জ জেলা প্র‌তি‌নি‌ধি মোঃ রু‌বেল বেপারী, জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি ও চ্যা‌নেল ফোর টি‌ভির মুন্সিগঞ্জ জেলা প্র‌তি‌নি‌ধি মোঃ রু‌বেল মাদবর, দৈনিক আলোকিত সকাল মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ ভিশন এর নির্বাহী সম্পাদক মোঃ সুজন বেপারী ও নাট্যকার মোঃ জু‌য়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

error: দুঃখিত!