১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:৪৬
বঙ্গবন্ধুর ভাস্কর্য উচ্ছেদের হুমকির প্রতিবাদে মুন্সিগঞ্জে যুব মহিলা লীগের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা উচ্ছেদের হুমকি প্রদানের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুব মহিলা লীগের আয়োজনে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক সদস্য।

মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপির নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জিয়াসমিন আক্তার, যুগ্ম আহবায়ক রিমা আক্তার, গজারিয়া উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা হুমকিদাতাদের প্রতি তীব্র নিন্দা ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।