২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:১০
ফয়সাল বিপ্লবের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ শহর পৌরসভার আওয়ামী লীগে মনোনিত নবনির্বাচিত মেয়র ফয়সাল বিপ্লবের সঙ্গে তার বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় শহরের কোর্টগাঁওয়ে নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফয়সাল বিপ্লব।

এসময় সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়রের বাবা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন ও মেয়রের সহধমির্ণী কণ্ঠশিল্পী আইরিন ফয়সাল আফরিন।

এসৃয় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সদস্য সচিব ভবতোষ চৌধুরী নুপুর, সদস্য কাজী সাব্বির আহাম্মেদ দীপু, সোনিয়া হাবিব লাবনি, সেতু ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শহীদ-ই- হাসান তুহিন, আরিফ-উল-ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহাম্মেদ দীপু, মোজাম্মেল হোসেন (সজল), মাহবুবুর রহমান, লাবলু মোল্লা, আবুসাইদ সোহান, মামুনুর রশীদ খোকা, সুমন ইসলাম, গোলজার হোসেন, আরাফাত বাবু, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, শিহাবুল ইসলাম, হাসান জুয়েল, শেখ মো. রতন, জুয়েল রানা প্রমুখ।

error: দুঃখিত!