৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৪
মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থী’র উপর অাওয়ামীলীগ প্রার্থী’র সমর্থকদের হামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষ অাওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফয়সাল বিপ্লব সমর্থকদের হামলায় জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই ও বিএনপি মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র এ.কে.এম ইরাদত মানু সহ অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, ইরাদত মানু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (মৌখিক) মাসুদ রানা, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক অারিফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পরবর্তীতে জেলা বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে দলীয় প্রার্থী একেএম ইরাদত মানুকে নিয়ে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিলো। এসময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রায়হানুজ্জামান রাসেল তাদের বাধা দেন। এরই এক পর্যায়ে তিনি লোকজন জড়ো করে এই হামলা চালান।

বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন ফল ব্যাবসায়ী অামার বিক্রমপুর কে জানান, ‘অাওয়ামীলীগের পোলাপান হঠাৎ কইরা অাইসা তাদের পিটাইছে। একসময় তারা লাঠি-সোটা না পাইয়া বেল-অাপেল দিয়াও তাদের চাকাইছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করলেও ফয়সাল বিপ্লব সমর্থকদের নেতৃত্বে হামলা হওয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘অামরা খোজ নিয়ে জানতে চেষ্টা করছি ঘটনা কারা ঘটিয়েছে’

error: দুঃখিত!