৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:১৬
পৌর ভোটে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা কল্লোলের, বাধার অভিযোগ
খবরটি শেয়ার করুন:

[is_guest]নিজস্ব প্রতিবেদক: তফসিল ঘোষিত অাসন্ন পৌরসভা নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা দিয়েছেন সাবেক শহর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল।

তিনি এখন পর্যন্ত দলীয়ভাবে অাওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে তিনি অভিযোগ করেন, অাজ সকালে জেলায় অনুষ্ঠিত মনোনয়ন কমিটির বৈঠকে তিনি মনোনয়ন চাইতে যাওয়ার সময় তাকে শহরের লিচুতলা থেকে ফিরিয়ে দেন কমিটি থেকে মনোনয়ন পাওয়া জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন পুত্র ফয়সাল বিপ্লবের অনুসারী নেতাকর্মীরা। এ কারনেই তিনি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন অায়োজন করে প্রার্থীতা ঘোষনা দেন।

মূলত এই বৈঠককি হওয়ার কথা ছিলো অাগামীকাল। কিন্তু কোন প্রার্থীকে না জানিয়ে তা অায়োজন করা হয় অাজকে। মনোনয়ন বাছাই কমিটি’র অন্যতম সদস্য স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস কে ছাড়াই জেলা অাইনজীবী সমিতি ভবনে এই সভা হয়।

তিনি পরে কমিটির সদস্যদের পুরো বিষয়টি অবহিত করতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাননি। এরপরে তিনি ক্ষুদেবার্তার মাধ্যমে তাদের কাছে মনোনয়ন প্রার্থনার বিষয়টি অবগত করে রাখেন এবং পুরো বিষয়টি তিনি কেন্দ্রীয় অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে জানান।

অাজ ২৮নভেম্বর শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় একটি প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে মুন্সিগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা থেকে তিনি এ ঘোষনা দেন।

এসময় উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী। তার সাথে এসময় অারও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক অাজম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার রুবেল, গোলাম রসূল সিরাজী রোমান, জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই হাসান তুহিন, এনটিভির জেলা প্রতিনিধি মইনউদ্দিন সুমন, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজল, মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মো:রতন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর প্রমুখ।

error: দুঃখিত!