বলিউডে ২৫ বছর পার করেছেন সুপারস্টার শাহরুখ খান। অভিনয়ের সুবাদে সেরা কাজ করে বাড়িতে নিয়ে গেছেন হাজারো পুরস্কার। সেই তারকা কিনা এবার পুরস্কার ছিনিয়ে নিতে চাইলেন। তিনি জানালেন, ‘এবার যদি ‘ফ্যান’ ছবির জন্য কোনও পুরস্কার না পাই, তাহলে সেটা ছিনিয়ে নেব।’
গত ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে মনীশ শর্মা পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ফ্যান’। মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে দর্শক মহলে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিস্ফোরক মন্তব্যটি করেন। যদিও পরক্ষনেই সামলে নিয়েছেন পরিস্থিতি। বললেন, ‘পুরস্কার না পেলে কাঁদব।’
ওদিকে এসআরকে’র ভক্তরা ইতিমধ্যেই ‘ফ্যান’ দেখে মুগ্ধ। পরিবারের সদস্যদের কাছেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন শাহরুখ। কিন্তু পুরো ছবি দেখে কিছুটা বিচলিত হয়েছে তার ছোট্ট ছেলে আবরাম। ছবিতে বাবাকে দ্বৈত চরিত্রে দেখে রীতিমতো চমকে গিয়েছে সে। সিনেমা চলাকালীনও না কি বেশ কয়েকবার তাকে বলতে শোনা গিয়েছে ‘অনেকগুলো বাবা’। দুটি বাবাকে দেখে না কি বেশ হতবাকও ছিল শাহরুখের ছোট্ট ছেলেটি। এমনকি, ছবির শেষ দৃশ্য দেখেও নাকি ঘাবড়ে গিয়েছিল আবরাম।
এই বছরে মুক্তি পাচ্ছে আমির খানের ‘দঙ্গল’, সালমান খানের ‘সুলতান’, অক্ষয় কুমারের ‘রুস্তম’। আর তাই প্রতিদ্বন্দিতা হবে জোরেশোরে। যদিও বছরের শেষের দিকে শাহরুখের ‘রইস’ মুক্তি পাবে, তবে তাতেও প্রতিদ্বন্দ্বিতার পাল্লা হালকা হচ্ছে না!