মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে আড়াই বছর বয়সী মো. সামির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর রাঢ়িখাল বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। সামির উত্তর রাঢ়িখালের স্বাস্থ্যকর্মী সানোয়ার হোসেনের পুত্র। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা জায়, শিশুটির মা সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকার সুবাদে কোন এক ফাঁকে সামির খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোজাখুঁজির পর পুকুর থেকে সামির মরদেহ উদ্ধার করা হয়।