পাকিস্তানের করাচিতে পাথর ধসে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু। মঙ্গলবার সকালে করাচির গুলিস্তান-ই-জহুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে ধ্বংসাবশেষের নিচ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উদ্ধার অভিযান তদারকি করছেন।
পাথরধসের ঘটনায় নিহত ১৩ জন দুই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। করাচির কমিশনার শোয়েব আহমেদ সিদ্দিকিসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কমিশনার। মরদেহ উদ্ধার করে জিন্না পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) রাখা হয়েছে। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।