২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৪৮
পদ নেই, ব্যানার-ফেষ্টুনে আ.লীগের নেতা তিনি!
খবরটি শেয়ার করুন:

আওয়ামী লীগের দলীয় কোন পদে নেই। একবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন এরপর নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগকে।

এমন দৃশ্য দেখা গেছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায়।

মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন এর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সরকারি খাল দখল, জমি দখল, পুরোতন হিন্দু বাড়ি দখল সহ বহু অপকর্মের নায়ক মেয়র শাহিন।

সর্বশেষ মসজিদের ৩০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে রাখার ঘটনায় মসজিদ কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়ে শাহিনের নাম। এরপর নিজের অর্জিত দীর্ঘদিনের আত্মবিশ্বাস হারিয়ে বিভিন্ন জায়গায় ছন্নছাড়া বক্তব্য দিতে শুরু করেন শাহিন।

সর্বশেষ পৌর আওয়ামী লীগের ব্যানারে নিজেই নিজেকে সভাপতি বানিয়ে ‘ঈদ পুনর্মিলনী’র আয়োজন করেন তিনি। অথচ আওয়ামী লীগে তার কোন পদই নেই।

মেয়র শাহিন গত পৌরসভা নির্বাচনে যার কাছে হেরেছিলেন মনসুর আহমেদ কালাম এখন তাকে নিয়েই সব অনুষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি কথা বলছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রতিপক্ষ পছন্দ করেন না শাহিন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার বিরুদ্ধে একটি শক্তিশালী পক্ষ মিরকাদিমে জনপ্রিয় হয়ে উঠছে। এর কারন সবকিছুতে মেয়র শাহিনের আধিপত্য নিয়ন্ত্রণের চেষ্টা।

error: দুঃখিত!