২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৯
পদ্মা সেতু পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে আসছেন।

ওই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে তিনি দেশের এ বৃহত্তম অবকাঠামো পরিদর্শন করবেন।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানিয়েছেন, সড়কপথে প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা আছে। টুঙ্গিপাড়া যাওয়ার পথে তিনি প্রকল্পটি পরিদর্শন করবেন।

এর আগে ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং এর রেলসংযোগের নির্মাণকাজ উদ্বোধন করেন। এরপর আর তিনি পদ্মা সেতু প্রকল্পে আসেননি। 

পদ্মা সেতুতে বর্তমানে ২১টি স্প্যান বসেছে। এতে সেতুর অর্ধেকেরও বেশি এলাকা দৃশ্যমান হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রায় ছয় কোটি মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। 

error: দুঃখিত!