মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া অংশের পদ্মা সেতুর ১৬ নং পিলারের নিচে নদীতে গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজন আজ শনিবার দুপুর পৌনে ১২ টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২ জুন) বিকাল সোয়া ৪ টার দিকে নদীর তলদেশ থেকে নিখোঁজ ঢাকার তেজগাঁওয়ের সরোজ দাসের ছেলে সৌম্য দাসের (২৬) মরদেহ পাওয়া যায়। একই ঘটনায় তার বন্ধু ঢাকার নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে নুরুল হক নাফিউ (২৩) এখনো নিখোঁজ রয়েছেন।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে ৫ বন্ধু মিলে স্পিডবোটে করে পদ্মা নদীতে গোসল করতে গেলে তীব্র স্রোতে দুইজন নিখোঁজ হন। তারা দুইজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
দূর্ঘটনার সংবাদ পেয়ে মাওয়া নৌ-পুলিশের একটি টিম পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করে। সোয়া ৪ টার দিকে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার হয়। অপর নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল উদ্ধার কাজে অংশ নিয়েছে। আজও নদীতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।