সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজের সামগ্রীক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। ইতি মধ্যে ৯টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমে ও সমান গতিতে কাজ এগিয়ে যাবে পাশাপাশি মে মাস থেকে কাজের গতি আরও বৃদ্ধি পাবে। অনেক কাজই বেইজিং এ সম্পন্ন হচ্ছে। পদ্মা সেতু নিয়ে এখন আর হতাশার কোন কারণ নেই।
তিনি শনিবার সকালে পদ্মা সেতু প্রকল্পের সাভির্স এরিয়া-১ এর সভা কক্ষে সাংবাদিক সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্পপরিচালক শফিকুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পিএসসি বিগ্রেডিয়ার জেনারেল হামিদুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লি. এর পরিচালক আবিদ হাবিব প্রমুখ।