মুন্সিগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার লৌহজং উপজেলার রানীগাঁও বায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পদ্মা নদী থেকে মঙ্গলবার সকাল দশটায় লাশটি উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ৪০ বছর বয়সী ওই লাশের পরনে শুধু ক্রিম রংয়ের টিশার্ট ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে। লাশটি ৩-৪ দিন আগের হয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।