২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৪১
পদ্মায় মা ইলিশ নিধনে নামায় ৩৮ জেলের জেল-জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সরকারের নিষেধাজ্ঞা ভেঙ্গে মুন্সিগঞ্জের পদ্মায় ডিমওয়ালা মা ইলিশ নিধনে নামায় ৩৮ জেলের জেল-জরিমানা হয়েছে।

জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে মা ইলিশ নিধন করায় ৩৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ জন জেলের প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৭ টি নৌকা জব্দ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর অংশ হিসেবে পদ্মা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিব ম্যাজিস্টেট ইলিয়াস শিকদার ও বিকাশ চন্দ্র বর্মন।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।

error: দুঃখিত!