২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:১৮
পদ্মার পানি শোধনাগার প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় পদ্মা নদীতে পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন তিনি।

৩ হাজার ৫০৯ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা প্রস্তুতি বৈঠকও সম্পন্ন হয়েছে।

যশলদিয়ার এ পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি উৎপাদিত হবে। এ ‍পানি রাজধানী ঢাকা শহরের ৩৫ লাখ মানুষের মধ্যে সরবরাহ করা হবে।

error: দুঃখিত!