১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৩৪
পদ্মাপাড় হবে ডিজিটাল ইকোনমিক হাব
খবরটি শেয়ার করুন:

প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান বাড়াতে রাজশাহীতে তৈরী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক।

ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে নির্মিতব্য এই পার্কে প্রায় ১৪ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরের সময় এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

রাজশাহী পবা উপজেলার নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমিতে ২৮১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে পার্কটির নির্মাণকাজ গত বছর জুলাই থেকে শুরু হয়েছে, যা ২০১৯ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজসহ রাজশাহীতে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে রাজশাহীতে এক জনসভায় এই অঞ্চলের জন্য একটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন।

“তার প্রতিশ্রুতি পূরণ করে আমরা ৩১ একরেরও বেশী জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক গড়ে তুলছি। আশা করছি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী প্রযুক্তি নগরী হিসেবে প্রতিষ্ঠা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক স্থাপনের মাধ্যমে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের একটি ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে রাজশাহী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’।

গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করে।

বৃহত্তর রাজশাহী অঞ্চলে হাই-টেক শিল্পের বিকাশ, মৌলিক অবকাঠামো তৈরির মাধ্যমে হার্ডওয়্যার শিল্প প্রতিষ্ঠা করা, বিদেশি কোম্পানি আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ তৈরির জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

error: দুঃখিত!