পঞ্চসারে স্মার্ট কার্ড বিতরণের সময় একাধিক নারীকে হেনস্তার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা।
এসময় জনতার রোষানলে পরে আহত হয়েছেন সদর উপজেলার চাম্পাতলা গ্রামের হাজী হাসেম শেখের ছেলে শাকিল শেখ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিনে চাম্পাতলা গ্রাম ও ভট্টাচার্য্যের বাগ গ্রামের স্মার্ট কার্ড বিতরণ করা হয়। সকাল থেকেই নারীরা তাদের জন্য নির্ধারিত লাইনে দাড়িয়ে স্মার্ট কার্ড নিচ্ছিলেন। এসময় একজন নারী তার পুরোতন আইডি কার্ডটি হারিয়ে গেছে, এখন কি করনীয় এ বিষয়ে শাকিল শেখের কাছে জানতে চাইলে তিনি ঐ নারীর কাছে ১ হাজার টাকা দাবি করেন এবং তার মোবাইল নাম্বার চেয়ে বসেন। এর একপর্যায়ে ঐ নারী চিৎকার চেঁচামেচি শুরু করলে উত্তেজিত জনতা ঐ যুবককে গণধোলাই দিয়ে ঐ মাঠ থেকে পাঠিয়ে দেন। পরে আহত অবস্থায় শাকিল কে পুলিশ তুলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
এদিকে এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে চাম্পাতলা ও ভট্টাচার্যের বাগ গ্রামের একাধিক নারী অভিযোগ করেন, শাকিল তাদের কাছেও একই কায়দার ১ হাজার টাকা করে চেয়েছে। যেখানে সরকার নির্ধারিত ফি হচ্ছে মাত্র ৩৭০ টাকা।
খোজ নিয়ে জানা গেছে গণধোলাইয়ের স্বীকার শাকিল বিগত ইউপি নির্বাচনে ২ নং ওয়ার্ড থেকে আপেল মার্কা নিয়ে ভোটে দাড়িয়ে হেরে যাওয়া শাহিনের ছোট ভাই।