১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৮
পঞ্চসারে সাবেক ইউপি চেয়ারম্যানের কারেন্ট জাল ফ্যাক্টরিতে কোস্টগার্ডের অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জব্দকৃত ৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পাগলা ক্যাম্পের চিফ পেটি অফিসার মো. ফারহাদ মাস্টার জানান, সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের মিরশরাই বাস্তুহারা এলাকার বিসমিল্লাহ ফ্যাক্টরিতে পাগলা কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়।

এসময় ফ্যাক্টরি থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জাহাঙ্গীর (৪২) নামে চেয়ারম্যানের এক আত্মীয়কে আটক করা হয়। পরে জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল রহমান খোন্দকার ৫ হাজার জরিমানা আদায় করে ছেড়ে দেন।

ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফাও অবৈধ কারেন্ট জালের প্রভাবশালী নিয়ন্ত্রক।

অপরদিকে, সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে কোস্টগার্ডের আরেকটি দল অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

পরে জব্দকৃত ৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

error: দুঃখিত!