শিহাব অাহমেদঃ উদ্বেগ-উৎকন্ঠা অার উত্তেজনা ছাপিয়ে বহুল অালোচিত মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পঞ্চসার ইউনিয়নে ‘নৌকা’ প্রতীক পেয়েছেন প্রবীণ অাওয়ামীলীগ নেতা সদর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি অাব্দুল সাত্তার মিয়া।
তিনি ফিরিঙ্গিবাজার এলাকার মৃত অালী পোদ্দার এর ছেলে।
বাংলাদেশ অাওয়ামীলীগের দপ্তর সম্পাদক অাবদুস সোবহান গোলাপ রাত সাড়ে ১০টা’র দিকে এই প্রতিবেদক কে সাত্তার মিয়া’র অাওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চসারে অাওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী সাত্তার তার প্রতিক্রিয়ায় রাত ১১টা’র দিকে ‘অামার বিক্রমপুর’ কে বলেন, জননেত্রী শেখ হাসিনা অামাকে নৌকা প্রতীক দিয়ে অামার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য উপহার দিয়েছেন। জনগণ অামার পাশে অাছে। অামি জননেত্রীকে নৌকার বিজয় উপহার দিবো। এটা অামার প্রতিজ্ঞা