মুন্সিগঞ্জ ১৭ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সবচেয়ে বড় ইউনিয়ন পঞ্চসারে কমিটি করতে ব্যর্থ হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগ। এর আগে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নেও সম্মেলন করতে গিয়ে ব্যর্থ হয় তারা।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রিকাবীবাজার এলাকার সোনালী কমিউনিটি সেন্টারে সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুজ্জামান আনিস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর খান।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে পঞ্চসার ইউনিয়নের নেতা কর্মীরা সম্মেলন স্থলে জড়ো হয়।
সম্মেলনের শুরু থেকেই অধিকাংশ নেতা ভোটা-ভোটির মাধ্যমে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করার অপেক্ষায় ছিল। কিন্তু সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া ও সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার ভোটা-ভোটির বিপক্ষে অবস্থান নিলে সম্মেলনে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের উত্তেজনায় ভোট-ভোটির পক্ষে বিপক্ষে অবস্থান নেয় নেতা কর্মীরা।
পরে সার্বিক পরিস্থিত সম্পর্কে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে মুঠোফোনে অবগত করেন। পরে আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন তার আপন ছোট ভাই সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান এর মাধ্যমে সম্মেলনে কমিটি নিবার্চন প্রক্রিয়া স্থগিত ঘোষনা করেন।
উপস্থিত নেতাকর্মীদের দাবি, অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হওয়ায় কমিটি নিবার্চন প্রক্রিয়া স্থগিত ঘোষনা দেয়া হয়।
তারা জানান, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের চলমান (বর্তমান) কমিটিকে পূর্ণবহাল রাখার চেষ্টা করলে নেতা কর্মীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । কাউন্সিলররা চান ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হোক ।