নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পৃথক গণডাকাতির ঘটনায় স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসসহ অন্তত ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পৃথক স্থানে এসব ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০/১৫ জনের অস্ত্রধারী ডাকাতদল প্রথমে বিরাহিমপুর গ্রামের বাসিন্দা আহমেদ সেলিমের ঘরের গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৪১ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, ৭টি মোবাইল নিয়ে যায়।
একইভাবে ডাকাতদল সিরাজপুর গ্রামের রইচল হক চৌধুরীর ঘরে ডুকে নগদ ১৩ হাজার টাকা এবং আবু বক্কর সিদ্দিকের ঘরে ডুকে নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়। এরপর আরিফুর রহমান চৌধুরীর ঘরে ডুকে নগদ ১ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ সংবাদমাধ্যমকে জানান, রাতেই ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।