১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩৭
নোয়াখালীতে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে (৩৬) ধর্ষণ ও বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

একতা সমাজ কল্যান সংঘ ও এলাকাবাসীর আয়োজনে গতকাল সোমবার বিকালে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী স্ট্যান্ডে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ওই একালাকার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত ওই নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রনি চৌধূরি, সাবেক ইউপি সদস্য আলী হোসেন, মো. আক্কাস, তন্তর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আলমগীর, শাকিল, মোক্তার হোসেন, সৈকত, মাসুম ও শাকিল প্রমূখ।

error: দুঃখিত!