৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৭
নেইমার করোনায় আক্রান্ত?
খবরটি শেয়ার করুন:

২ সেপ্টেম্বর, ২০২০, (আমার বিক্রমপুর)

তারকা ফুটবলার নেইমার করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হলেও ডি মারিয়া ও পারদেসের কোনো উপসর্গ দেখা যায়নি। দুজনেই আপাতত সেলফ আইসোলেশনে আছেন।

অল্পের জন্য চ্যাম্পিয়নল লিগ জিততে পারেননি। তাই ছুটি কাটাতে গিয়েছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার।

আজ বুধবার ফরাসি সংবাদমাধ্যমে খবর, করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার।

এমন কি পিএসজির আরো দু-তিনজন খেলোয়াড়ের করোনায় আক্রান্তের শঙ্কাও প্রকাশ করা হয়েছে।

ক্লাবটির পক্ষ থেকে তিনজন খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। অবশ্য তারা নাম প্রকাশ করেনি।

গত ৩১ আগস্ট পিএসজির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, দলের তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাঁরা হলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিও প্যারাডেস। এদিকে কয়েকদিন আগেই নেইমারের সঙ্গে ইবিজায় গিয়েছিলেন দুজনেই। সঙ্গে ছিলেন কেলর নাভাস, অ্যান্ডার হেরেরা, মাউরো ইকার্ডির মতো তারকারাও। তাঁদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ‌লেকুইপ জানায়, করোনায় আক্রান্ত নেইমার। তিনজনকেই আগামী এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

নতুন মৌসুমের আগে করোনার দুঃসংবাদে বড় ধাক্কা খেল ক্লাবটি। কারণ, ১০ সেপ্টেম্বর শুরু হবে লিগ ওয়ানের ২০২০-২১ মৌসুম। শুরুর দিকে দুই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে মৌসুমের আগে নেইমারদের আরো একবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে জানায় পিএসজি।

error: দুঃখিত!