নির্বাচনে জিতে সংসদে যেতে পারলে মুন্সিগঞ্জের ৫টি চরাঞ্চলের জন্য বিশেষায়িত বিভিন্ন প্রকল্প গ্রহন করার কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ এ আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস।
যিনি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। তার সময়ে চরাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থায় দৃশ্যমান অনেক উন্নয়ন নিয়ে আলোচনা রয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) আধারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আধারা ইউনিয়নে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। তাছাড়া আমাদের দলের প্রার্থী মৃণাল ব্যাক্তি হিসেবেও অনেক ভোট প্রাপ্য। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম ৩০ তারিখে দল-মত নির্বিশেষে নৌকায় ভোট দিবেন। এতে করে দেশও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আওয়ামী লীগ সরকার মানুষের অকল্যানে কোন কাজ করেনি। করবেও না।
জনসভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া আফসু, সাধারণ সম্পাদক শামসুল কবির, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ।