২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৩২
নির্বাচন পেছাতে ইসিকে বিএনপির চিঠি
খবরটি শেয়ার করুন:

আসন্ন পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ​গিয়ে চিঠি পৌঁছে দেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম চিঠি গ্রহণ করেন।

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সই করা একটি চিঠিতে বলা হয়েছে, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে দলের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। এই চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা হয়।

প্রসঙ্গত, আইনে বলা আছে যে মফস্বলে প্রার্থী কে চূড়ান্ত করবেন; দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক সেটা ইসিকে জানাবেন। এ কারণেই চিঠিটি দেওয়া হয়েছে।

কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, ৩১ জানুয়ারি হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশের পর ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, সংসদীয় আসন ও সিটি করপোরেশনওয়ারি ভোটার তালিকা বিন্যাস করতে এক মাসের মতো সময় লাগে। যে কারণে নির্বাচন ১৫ দিন বা এক মাস পিছিয়ে দিলেও নতুনদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না।

গতকাল শুক্রবার দলের নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, আগামী ২ জানুয়ারি নতুন ৫০ লাখ তরুণ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এর মাত্র তিন দিন আগে, অর্থাৎ ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। এই অবস্থায় ৫০ লাখ ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে নির্বাচনের তারিখ অন্তত ১৫ দিন পিছিয়ে দেওয়া অত্যাবশ্যক।

তবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, বিএনপি আইনের এই অংশটুকু বুঝলে এ দাবি করত না। বরং বলতে পারত, দেড় মাস পিছিয়ে দেওয়া হোক। কিন্তু বাস্তবতা হলো, কমিশনকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। তফসিল পেছানোর কোনো সুযোগ নেই।

error: দুঃখিত!