৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
নির্বাচনের এক দিন আগে ২০ আইনজীবির ভোটাধিকার স্থগিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়মিত ২০সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ সুপ্রীম কোর্টের এপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

এতে অনিয়মিত ২০ সদস্য আগামীকাল সোমবার (৩০জানুয়ারি) অনুষ্ঠিতব্য আইনজীবি সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।

আজ রোববার দুপুরে এ বিষয়ে শুনানি শেষে চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর ২০জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশনার এড. নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি ও বাদী পক্ষের এড. অজয় চক্রবর্তী জানান, মুন্সিগঞ্জ আদালতে নিয়মিত প্রাকটিস (মামলাকার্যক্রম অনুশীলন) না করেও অনেকে কমিটির সদস্য পদে ছিলো। তাই সমিতির স্বার্থে আইনজীবি সমিতির নির্বাচনী তফসীল ঘোষণার পর গঠণতন্ত্র সংশোধনের মাধ্যমে ৭৩ সদস্যকে অনিয়মিত ঘোষণা করে ভোটাধিকারসহ সব ধরনের সুবিধা বাতিল করা হয়। এর মধ্যে ২০জন আইনজীবি গত ১৬তারিখ উচ্চ আদালতে রিট করলে শুনানী শেষে বিচারক তাদের ভোটাধিকার বহাল রেখে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেয়।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনজীবি সমিতির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের এপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে আবেদন দাখিল করলে আজ তার শুনানি শেষে চেম্বার জজ আদালত উচ্চ আদালতের আদেশ ৮সপ্তাহের জন্য স্থগিত করে।

জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশনার এড. নাছিমা আক্তার বলেন, রোববার বিকেল ৫টার আগে ২০ আইনজীবির ভোটাধিকার প্রয়োগে স্থগিতে চেম্বার আদালতের আদেশ আমাদের হাতে এসেছে। তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০জন সহ ভোটার সংখ্যা ছিলো ৩৬২জন, বর্তমানে ভোটার সংখ্যা ৩৪২জন।

প্রসঙ্গত, কাল সোমবার মুন্সিগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনিত দুটি প্যানেল বিভিন্ন পদে মোট ৩০জন ও স্বতন্ত্র প্যানেলে ১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

error: দুঃখিত!