১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০৫
নানা নাটকীয়তার অবসান, এমপির হস্তক্ষেপে গজারিয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর আত্মসমর্পণ
খবরটি শেয়ার করুন:

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের আমিরুল ইসলাম এবং বর্তমান চেয়ারম্যান রেফায়েতুল্লাহ্ খান তোতা। আওয়ামী লীগে জনপ্রিয় আমিরুল ইসলাম গত দুই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে।

গত উপজেলা নির্বাচনেও আমিরুলকে হারিয়ে চেয়ারম্যান হন তোতা।

এবছর উপজেলা নির্বাচনে দলের কাছে প্রার্থী হতে চাইলে তৃণমুলের ভোটে আমিরুলের কাছে হারেন তোতা। এরপর আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আমিরুল ইসলামকে মনােনয়ন দেয়। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। মুন্সিগঞ্জের সবচেয়ে আলোচিত উপজেলা নির্বাচনী এলাকা গজারিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর ‍বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষনা দেন তোতা।

তবে সকল নাটকীয়তার অবসান ঘটান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা ও স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

মৃণাল কান্তি দাসের হস্তক্ষেপে ‘নৌকা’ মার্কার প্রার্থী আমিরুল ইসলামের কাছে আত্মসমর্পণ করেন রেফায়েতুল্লাহ্ খান তোতা।

তিনি বুধবার (১৩ মার্চ) আমিরুল ইসলামকে পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের কথা রয়েছে। তোতার প্রত্যাহারের পরে গজারিয়া উপজেলা নির্বাচনের উত্তাপ শেষ হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

error: দুঃখিত!