১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:২৫
নতুন চাকরির পোর্টাল ও ক্লাউডভিত্তিক সেবা চালু
খবরটি শেয়ার করুন:

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সুবরা সিস্টেমস লিমিটেডের (এসএসএল) সুবরাজবস ডটকম (www.subrajobs.com) এবং সহযোগী প্রতিষ্ঠান এসক্রো লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুবরাজবস হলো চাকরি খোঁজার ওয়েব পোর্টাল। আর এসক্রো লিমিটেড বাংলাদেশের ক্লাউড প্রযুক্তিভিত্তিক সেবা দেবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষায়িত হিসাবরক্ষণ প্রযুক্তিসেবা প্রদান করবে।
এসএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল এইচ সিদ্দিকী বলেন, ‘এসক্রো লিমিটেড মূলত দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হিসাবরক্ষণ ব্যবস্থাপনার কাজ করবে, যা হবে ক্লাউডভিত্তিক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) সভাপতি মসীহ্ মালিক চৌধুরীসহ অনেকে।
রাহিতুল ইসলাম