৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১০
ধানমন্ডিতে অর্ধকোটি টাকার ১৫ তক্ষক উদ্ধার
খবরটি শেয়ার করুন:

রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার তক্ষক উদ্ধার করেছে বন মন্ত্রণালয়ের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি আবাহানী মাঠের পাশ থেকে ওই তক্ষকগুলো উদ্ধার করা হয়।

পরে তক্ষকগুলো গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। সংবাদমাধ্যম ইত্তেফাকের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, তিনি সোর্সের মাধ্যমে তক্ষক পাচার চক্রের দুই সদস্যের কাছ থেকে তক্ষক কেনার জন্য ধানমন্ডির আবাহনী খেলার মাঠের পশ্চিম পাশে যান। পাচারকারীদেরও ওখানে আসতে বলা হয়। তারা ১৫টি তক্ষকের দাম চেয়েছিল ৫০ লাখ টাকা। আমরাও এ টাকায় কিনতে রাজি হই। পরে তারা আসেন। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা তক্ষকগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ‘চক্রটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে তক্ষক ধরে জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে।’

error: দুঃখিত!