৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৪১
ধলেশ্বরী নদীতীরে উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনাকে বিদ্যুৎ না দিতে নির্দেশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতীরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট একেএম হাসানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

এসময় রিভার ক্রুজ নামের একটি হাউজবোটের জেটি উচ্ছেদ করা হয় এবং সকল হাউজবোটগুলোকে অন্যত্র সরে যেতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কয়েকটি অস্থায়ী দোকান বন্ধ করা হয় এবং নিরিবিলি ক্যাফে নামক আরেকটি রেষ্টুরেন্টকে নদী দূষণ বন্ধে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট একেএম হাসানুর রহমান জানান, এসময় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে অবৈধ স্থাপনাসমূহে বিদ্যুৎ সংযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য বলা হয়।

error: দুঃখিত!