মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দ্বিতীয় বারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মৃণাল কান্তি দাসের ভাতিজা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (২১ জানুয়ারি) তার করেনা নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আপন দাস সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের জন্য মুন্সিগঞ্জের সর্বস্থরের সাধারণ জনগণের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর প্রথমবারের মত করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।