২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:২২
দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

“পথ চলতে আঠারো যায় না থেমে” এ শ্লোগানে রাজধানীর উপকন্ঠ মুন্সিগঞ্জে গতকাল সোমবার দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

দৈনিক আমাদের সময়ের মুন্সিগঞ্জ প্রতিনিধি নাদিম হোসাইনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দায় জনি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল, স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মো. রতন, সাংবাদিক মঈনউদ্দিন আহমেদ সুমন, জুয়েল রানা, আহসান হাবিব চঞ্চল, রাজিবুল হাসান জুয়েল, স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার সিনিয়র প্রতিবেদক নাজির হোসেন, দ্যা ডেইলি স্টার পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যমুনা টেলিভিশনের মুন্সিগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, স্থানীয় দৈনিক আমার বিক্রমপুর পত্রিকার বার্তা সম্পাদক শিহাব আহমেদ প্রমুখ।

error: দুঃখিত!