নৌকা মার্কা নিয়ে নির্বাচিত মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব দুই বছর মেয়াদ পূর্ণ করার অাগেই দৃশ্যমান হয়েছে তার ব্যক্তিগত উদ্যোগে নেয়া বেশ কিছু উন্নয়নের চিত্র। যেখানে তার পূর্বের মেয়র বিএনপি সমর্থিত ও শহর বিএনপি নেতা ইরাদত মানু ছিলেন পুরোপুরি ব্যর্থ।
দলীয় অান্দোলনের ব্যর্থতা মানুকে গ্রাস করলেও টানা দুই বছর সরকারদলীয় সর্বোচ্চ ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বর্তমান মেয়র বিপ্লব।
গত বছরের শেষ দিকে হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বেশ কয়েকটি উদ্যোগ শহরের চিরচেনা পুরোনো রুপটিকে পাল্টে দিয়েছে।
ক্ষমতায় অাসার পূর্বে মেয়রের ঘোষিত অাধুনিক ও পরিচ্ছন্ন শহরের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনও দেখা গেছে। যেটা থেকে তিনি এখন পর্যন্ত বিন্দুমাত্র ছাড় দেননি। প্রতিদিনই নির্দিষ্ট সময়ে পৌরসভার নির্দিষ্ট পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মত।
অপরদিকে, সমালোচনায় পড়েছিলেন শহরের মধ্যে মোটরচালিত রিক্সা চলাচল বন্ধ করে দিয়ে। তবে সূশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, এতে করে শহরে যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে।
এছাড়াও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ড্রেন ব্যবস্থাপনার উন্নয়নে কাজ হচ্ছে ধারাবাহিক। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অারও বেশ কিছু উন্নয়ন কর্মকান্ড।
মেয়র হিসেবে ২বছরে কতটুকু সফল?- এমন প্রশ্নের জবাবে হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ‘অামার বিক্রমপুর’ কে বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে অামি পৌরবাসির কাছে দায়বদ্ধ। মূলত সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভালো-মন্দের বিচার বা সফলতার কথা সাধারণ মানুষ বলতে পারবে।