মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জন্মের পর থেকেই দুই পা বিকলাঙ্গ। সরকারি হরগঙ্গা কলেজ থেকে ২০১৭ সালে এ গ্রেড নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। এরপর নানা জায়গায় ঘুরে স্থায়ী কোন জীবিকার ব্যবস্থা করতে পারেননি হৃদয় হোসেন (২৮)।
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকার মৃত দেলোয়ার হোসেন বেপারির পুত্র তিনি। বর্তমানে থাকেন পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা।
বিবাহিত স্ত্রী ও এক সন্তান নিয়ে দুর্দশায় দিন কাটছে তার। মাঝখানে অটো-রিকশা চালিয়ে সংসারে কিছুটা স্বচ্ছলতা আনলেও বর্তমানে একেবারেই বেকার।
এ অবস্থায় আজ মঙ্গলবার ছুটে আসেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবে। সাংবাদিকদের সামনে তুলে ধরেন অসহায়ত্বের কথা।
হৃদয় হোসেন বলেন, ‘সরকারের কাছ থেকে ৩ মাস পরপর ২৫০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে সংসারের খরচ চলে না। হিমশিম খেতে হয় স্ত্রী-সন্তান নিয়ে। কেউ আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আমি অটোরিকশা চালাতে পারি। কাজ করে খেতে চাই। বেকার অবস্থায় দিন কাটাতে চাই না।’
হৃদয় হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৬১৮৫৪২৬১