মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দখলমুক্ত হয়েছে নদীতীরের দুই একর জায়গা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সদর উপজেলার লঞ্চঘাট থেকে মিরেশ্বরাই এলাকা পর্যন্ত নদী তীরের এলাকায় চলে এই অভিযান। এসময় মাটি কাটার মেশিন দিয়ে ভেঙে দেয়া হয় বহুতল ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা।
এর আগে গতকাল বুধবার মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চলে বিআইডব্লিউটিএর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, ‘দুই দিনের অভিযানে ১০৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীকে তার পুরানো সীমানায় ফেরানোর জন্য এই অভিযান।’