৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
দীর্ঘদিন ভাঙাচোরা পড়ে থাকা মুক্তারপুর সেতুর সামনের অংশ মেরামত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকা মুন্সিগঞ্জ জেলা সদর থেকে ঢাকা-নারায়ণগঞ্জের প্রধান প্রবেশদ্বার মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ অংশ অস্থায়ীভাবে মেরামত করেছে সড়ক ও জনপথ মুন্সিগঞ্জ ও মুক্তারপুর সেতু কতৃপক্ষ।

People of Munshiganj- PM নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত সোমবার (২ সেপ্টেম্বর) দীর্ঘদিনের জনভোগান্তির বিষয়টি তুলে ধরে সংস্থা দুইটির কার্যালয়ে গিয়ে দায়িত্বশীলদের সাথে আলোচনা করেন। পরে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে রাতভর ভাঙাচোরা অংশে ইট ও বালু ফেলে অস্থায়ীভাবে মেরামত করে দেয়া হয়।

ভাঙাচোরা এই স্থানটিতে সামান্য বৃষ্টি হলেই জমে থাকতো পানি। এতে সারাদিন লেগেই থাকতো যানজট। মূলত এখানে ড্রেন না থাকায় জমে থাকা পানিতে যানবাহনের চাকার আঘাতে পিচ-ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছিলো বড় বড় গর্ত। প্রায় সময় এসব গর্তে পরে উল্টে যেত যানবাহন, অহরহ ঘটতো দুর্ঘটনা।


এ নিয়ে সংবাদও প্রকাশ করেছিলো আমার বিক্রমপুর:  মুক্তারপুর সেতুর সামনে দীর্ঘদিনের ভোগান্তি, নিরব সেতু কতৃপক্ষ!


মুক্তারপুর সেতুর প্রবেশ মুখ ও সংযোগ সড়কগুলো মুন্সিগঞ্জের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে সেতু পারাপার হয়ে মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!