১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:১৯
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লৌহজংয়ে ১০ ইউনিয়নে আ.লীগ জয়ী
খবরটি শেয়ার করুন:

তৃতীয় ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১০টি ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

শনিবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. হারুন অর রশীদ এই ফলাফল জানিয়েছেন।

খিদিরপাড়া ইউপিতে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন ব্যাপারী, বেঁজগাঁও ইউপিতে আমির হোসেন তালুকদার, কলমা ইউপিতে আব্দুল মোতালেব শেখ, কনকসার ইউপিতে আবুল কালাম আজাদ ও হলদিয়া ইউপিতে মোজাম্মেল হক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন মেদিনীমন্ডলে আশরাফ হোসেন খান, কুমারভোগে লুৎফর রহমান তালুকদার, গাঁওদিয়ায় মিজানুর রহমান হাওলাদার, লৌহজং-তেউটিয়ায় মো. রফিকুল ইসলাম খান ও বৌলতলী ইউপিতে হাজী আব্দুল মালেক শিকদার।

error: দুঃখিত!