২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে মেলায় সংঘর্ষ
খবরটি শেয়ার করুন:

সামবিল রিফাতঃ মুন্সীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড থেকে লঞ্চঘাট পর্যন্ত বিশাল যায়গা জুড়ে চলছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মেলা । মনসা পূঁজা উপলক্ষে দশমী মেলা প্রতি বছরের মত এবারও হাটলক্ষীগঞ্জ (পুরাতন বাসস্ট্যান্ড থেকে লঞ্চঘাট পর্যন্ত) এলাকায় আয়োজন করা হয়।

তুচ্ছ কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেলার ভলানটিয়ারদের দুই পক্ষ এ সংঘর্স ঘটায়। ঘটনাটি বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটে । এতে তেমন কোন গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।

তবে মেলার বেশ কয়েকটি দোকানদার ‘আমার বিক্রমপুর’কে জানায়, সংঘর্ষের পরে ক্রেতাদের সংখ্যা অনেকটােই কমে যায় । এমন ঘটনায় তারা বিপাকে পরে। তাদের ধারনা এই ধরনের ছোট-খাট দূর্ঘটনার কারনে তারা বিরাট ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে পারে।

এদিকে মেলায় সংঘর্ষের খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । পরে ক্রেতাদের নিরাপত্তার জন্যে মেলার সামনে পুলিশ অবস্থান নেয় ।

error: দুঃখিত!