মুন্সিগঞ্জ, ২৪ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার মুন্সিগঞ্জের ৫ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে ঈদ উপহার দিয়েছে মুন্সিগঞ্জ জেলা যুবদল।
আজ সোমবার দুপুরে জেলা শহরের উত্তর ইসলামপুর ও পরে মিরকাদিম পৌরসভার মুরমা এলাকায় পরিবারগুলোর মাঝে উপহার হিসাবে আর্থিক অনুদান তুলে দেন জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবুর রহমান ও সদস্য সচিব মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবারগুলো হলো- শহীদ সজল মোল্লা, নুর মোহাম্মদ ওরফে ডিপজল, রিয়াজুল ফরাজী, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা শাওন।