তামিম ইকবাল মানেই বিধ্বংসী ব্যাটিং। বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং সৌন্দর্য শুরু হয়েছিল এই তামিমের হাতেই।
জনপ্রিয়তার উপরে ভিত্তি করে অনেক আগেই তামিম ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ভেরিফাইড হয়েছে। এবার তার টুইটার অফিশিয়াল হলো।
টুইটার অফিশিয়াল হওয়ায় উচ্ছ্বসিত তামিমের টুইট, ‘আমার টুইটার অ্যাকাউন্ড ভেরিফাইড হয়েছে, অনেক খুশি লাগছে। এখন আমার ভক্তরা আমাকে সহজেই খোঁজ রাখতে পারবে। ধন্যবাদ।’
এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র দুই জনের টুইটার অফিশিয়াল হয়েছে, তারা হলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।