মুন্সিগঞ্জ ২৮ নভেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গত ২২ নভেম্বর শুক্রবার বেলা পোনে ২ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে স্বাধীন পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই ফের বেপরোয়া গতির স্বাধীন পরিবহন আবারও কেড়ে নিল এক পথচারীর জীবন।
উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর কেয়টখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানাায়, ঢাকা হতে মাওয়াগামী যাত্রীবাহি স্বাধীন পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৫০ বেপোরোয়া গতিতে চালিয়ে আসছিল। হঠাৎ কেয়টখালী নামক স্থানে পথচারি শেখ সামাদ (৫৫) কে চাপা দেয়। এতে মারাত্তক আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসত দ্রুত তাকে ঢাকা প্রেরন করেন। পরে দুপুর দেড়টার টার দিকে তার মৃত্যু হয়।
আহত শেখ সামাদ উপজেলার হাসাড়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ব্যপারে হাসাড়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত ব্যক্তি ঢাকা হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে ওসি বাছেদ জানায়, ঘাতক স্বাধীন পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।