২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৩৪
ঢাকা-মাওয়া মহাসড়কে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষ, আহত-১
খবরটি শেয়ার করুন:

আরাফাত রায়হান সাকিবঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুমারভোগ বাসস্ট্যান্ডের সামনে এঘটনা ঘটে।

সংঘর্ষে আহত অ্যাম্বুলেন্স চালক মোঃ বিল্লাল (৩৭) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, ঢাকা থেকে মাওয়া গামী অ্যাম্বুলেন্সটি কুমারভোগ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মোচরে যায়। অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা গাড়ি চালককে গুরুত্বর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে অপর একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে প্রেরণ করে । তবে অ্যাম্বুলেন্সে আর কোন যাত্রী কিংবা রোগী ছিলো না।

এদিকে ঘটনার ১ঘন্টা পর ঘটনাস্থলে পৌছে লৌহজং থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তারা জানান, দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলাম। পিকআপ জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

error: দুঃখিত!